ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ শেষ হচ্ছে জাতীয় কবিতা উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১০:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২০

জাতীয় কবিতা উৎসব- ২০২০ এর আজকে শেষ দিন- সংগৃহীত

জাতীয় কবিতা উৎসব- ২০২০ এর আজকে শেষ দিন- সংগৃহীত

Ekushey Television Ltd.

গতকাল রোববার শুরু হওয়া দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের আজ দ্বিতীয় ও শেষ দিন। মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি' প্রতিপাদ্য নিয়ে গতকাল রোবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ উৎসব শুরু হয়। 

উৎসব উদ্বোধক কবি মহাদেব সাহা অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ।

গতকাল সকালে উৎসব উদ্বোধনের আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উৎসব উদ্বোধন করা হয় জাতীয় সংগীত, একুশের গান, উৎসব সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

এ উৎসবে বাংলাদেশসহ পাঁচটি দেশের ৩০০ কবি অংশ নিয়েছেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি