বইমেলায় সৌম্য সালেকের কবিতার বই ‘পাতাঝরার অর্কেস্ট্রা’
প্রকাশিত : ২২:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২০
অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ সময় প্রকাশন থেকে বেরিয়েছে সৌম্য সালেকের তৃতীয় কবিতাগ্রন্থ ‘পাতাঝরার অর্কেস্ট্রা’। বইটির প্রচ্ছদ করেছেন মোমিন উদ্দীন খালেদ এবং দাম রাখা হয়েছে ১৬০ টাকা। গ্রন্থমেলায় সময় প্রকাশনের ২৭ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
কাব্যগ্রন্থের বিষয়ে কবি সৌম্য সালেক বলেন, নিসর্গের নিবিড় নন্দনে কত যে অপরূপ সুর-বিভা নিরন্ত নিষ্পন্ন হচ্ছে, সে সংবাদ বা সংকেত আমাদের প্রাত্যাহিক আয়োজনে কখনও আলো পায় না। ‘পাতাঝরার অর্কেস্ট্রা’-কবিতাগুচ্ছ তেমনই কিছু অনালোকিত ঘটনা ও অনুভূতির নিবিড় গ্রন্থনা। পাঠক বইটি পড়ে কবিতার প্রকৃত স্বাদ পাবেন বলে আমি আশাবাদী।
এছাড়া সৌম্য সালেকের কবিতাগ্রন্থ ‘ঊষা ও গামিনি’ মেলায় পাওয়া যাচ্ছে দেশজ প্রকাশনের ৩৯৯ নম্বর স্টলে, ‘আত্মখুনের স্কেচ’- কবিতাগ্রন্থটি পাওয়া যাচ্ছে প্রকৃতি প্রকাশনের ৭০৭ নম্বর স্টলে এবং প্রবন্ধগ্রন্থ ‘শব্দ চিত্র মত ও মতবাদ’- পাওয়া যাচ্ছে সময় প্রকাশনের প্যাভিলিয়নে।
কেআই/এসি