ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বইমেলায় মাহতাব স্বপ্নীল এর ‘পথ হারাবে না বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২০

একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল এর পঞ্চম বই ‘পথ হারাবে না বাংলাদেশ’। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। 

বইটিতে গত এক বছরের সমসাময়িক ঘটনা নিয়ে লেখা ডাঃ স্বপ্নীলের ২৮ টি প্রবন্ধ মলাটবদ্ধ করা হয়েছে। এই প্রবন্ধগুলো দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকন্ঠ, বিডিনিউজ২৪, জাগো নিউজ সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির একুশের বই মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মাওলা ব্রাদার্স প্যাভিলিয়নে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন আহমেদ, হাইকোর্ট এর মাননীয় বিচারপতি ওবাইদুল হাসান, হাইকোর্ট এর মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম, অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন, অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বিএসএমএমইউ, বিগ্রেডিয়ার জেনারেল মোস্তফা পাশা, আই জি, বাংলাদেশ প্রিজন, ভারতীয় রাজ্য সভার সদস্য ঋতুব্রত ব্যানার্জি, আহমেদ মাহমুদুল হক, প্রকাশক, মাওলা ব্রাদার্স ও মামুনুর রশীদ চৌধুরী, সমন্বয়ক, মাওলা ব্রাদার্স।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি