ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেলায় শিবুকান্তি দাশের বই ‘আমার বঙ্গবন্ধু আমার স্বাধীনতা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০

একুশে বইমেলায় ছোটদের জনপ্রিয় লেখক, অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশের নতুন বই ‘আমার বঙ্গবন্ধু আমার স্বাধীনতা’ বেরিয়েছে। বইটি অমর একুশে বইমেলায় সোরওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে ‘আদিগন্ত প্রকাশন’র ৮০০ নম্বর ষ্টলে পাওয়া যাবে। 

৩২০ পৃষ্ঠার অফসেট কাগজে ঝরঝরে রঙিন এবং সাদা কালো বইটি উৎসর্গ করা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে। বইটিতে একটি উপন্যাস,নয়টি গল্প, আটটি প্রবন্ধ, শতাধিক ছড়া-কবিতা, তিনটি বিশেষ নিবন্ধ ও বঙ্গমাতা এবং বঙ্গবন্ধুর পূর্ণ জীবনী অর্ন্তভূক্ত করা হয়েছে। সমৃদ্ধ এই বইটির দাম রাখা হয়েছে ৫০০ শত টাকা।
 
শিবুকান্তি দাশের উল্লেখ্যযোগ্য আরো বই হচ্ছে, বুকের ভেতর বঙ্গবন্ধু, যুদ্ধদিনের গল্প, মাঠ পেরুলেই বাড়ি, চলবো আমি আমার মতো, আমি নাকি দুষ্টু ভীষণ, জলপাই রঙের গাড়ি, লাল পরি নীল পরির গল্প, পরীর পাহাড় রহস্য ইত্যাদি। লেখক পেশায় সাংবাদিক। জাতীয় প্রেসক্লাব ও বাংলা একাডেমীর সদস্য।

কেআই/এসি

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি