ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কেটে গেলো সুতোটা

এ কে এম মোস্তাফিজুর রহমান মুরাদ

প্রকাশিত : ১১:২৫, ১ ডিসেম্বর ২০২০

এ কে এম মোস্তাফিজুর রহমান মুরাদ

এ কে এম মোস্তাফিজুর রহমান মুরাদ

একদিন পত্রিকার পাতায় ঠাঁই হবে আমার।
খুব যত্ন করে, কাঁচি দিয়ে কেটে রেখো।
ধুলো জমা অবসরে আলতো ছুঁয়ে, 
দেখে নিয়ো, এই আমাকে।
খুব বড় করে কিছু লিখা হবে না হয়ত।
বিরতিহীন খবরের মাঝে, 
আমার জন্য কতটুকুই বা বরাদ্দ।
দুফোঁটা অশ্রুতে ভিজিয়ে দিও।
প্রতিবার ক্ষয়ে যাওয়া নিউজপ্রিন্ট।

সহস্র অনুনয়ের অবহেলায়, 
আজ সবাই দেখছে টিভির স্ক্রলে।
এমন হবার কথাই ছিল হয়ত।
শতজনের ভাবনায়, 
নিজেকে ভাবার আর সময় কই।
প্রচণ্ড ঝড়ে মন খারাপ এর রাতে,
কেটে গেলো সুতোটা।
সুগন্ধি মেখে কাঁধে চড়ে রওনা দিলাম,
ভাল থেকো প্রিয়, ভালো থেকো প্রিয়জনেরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি