ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সাংবাদিক মামুনুর রশিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ৩ সেপ্টেম্বর ২০২০

মামুনুর রশিদ

মামুনুর রশিদ

একুশে টেলিভিশনের (ইটিভি) সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে ইটিভি কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

নড়াইলের লোহাগড়ায় জন্মগ্রহণ করা মামুনুর রশিদ ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

মৃত্যুর আগ পর্যন্ত মামুনুর রশিদ একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন এবং প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর আগে তিনি এশিয়ান টিভি ও বাংলাভিশনে কর্মরত ছিলেন।

আজ বাদ আসর একুশে টিভির কার্যালয়ে সাংবাদিক মামুনুর রশিদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া, তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি