ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ডিআরইউ’র সভাপতি নোমানী, সাধারণ সম্পাদক মসিউর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ৩০ নভেম্বর ২০২০ | আপডেট: ১৯:৫৩, ৩০ নভেম্বর ২০২০

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খান।

সোমবার (৩০ নভেম্বর) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷ মোট এক হাজার ৬৯৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩৮১ জন।

ডিআরইউ ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ১৮ পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে  সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খান ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে ওসমান গণি বাবুল (৭২ টিভি) (৫৫৩ ভোট) ; যুগ্ম সম্পাদক পদে আরাফাত দাড়িয়া (৩২৬ ভোট), অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর (এশিয়ান এইজ) (৭৫৩ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে মইনুল হাসান সোহেল (ইনকিলাব) (৭৭০ ভোট); দপ্তর সম্পাদক পদে জাফর ইকবাল (দৈনিক সংগ্রাম)(৬৫০ ভোট); তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (দৈনিক জাগরণ) (৬৪৬ ভোট), সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী-(পূর্বাপর)(৭৬০ ভোট); ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (ডেইলি ভয়েজ অফ এশিয়া) (৭৯২ ভোট)এবং আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নঈমুদ্দীন (রাইজিং বিডি) (৫৮৪ ভোট) নির্বাচিত হয়েছেন।

তিনটি সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার (বৈশাখী টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল (আরটিভি) এবং কল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত)। এছাড়া কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নয়জন নির্বাচন করছেন।

তারা হলেন-এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড)(৭৯২ ভোট), আজিজুর রহমান (রহমান আজিজ) (ঢাকা টাইমস)(৭৩০ ভোট), রুমানা জামান (ভোরের কাগজ)(৭১৩ভোট), মো. মাহবুবুর রহমান (বিটিভি)(৬৯০ ভোট), রফিক রাফি (নিউ নেশন) (৬৬৬ ভোট), নার্গিস জুঁই (বিটিভি) (৬৩৮ ভোট)এবং জাহাঙ্গীর কিরণ (মানবকন্ঠ) (৫৫১ ভোট)।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি