ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঝালকাঠি টিভি সাংবাদিক সমিতির সভাপতি আজমীর সম্পাদক টুটুল

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ২৫ জানুয়ারি ২০২১

আজমীর হোসেন তালুকদার ও শফিউল আজম টুটুল।

আজমীর হোসেন তালুকদার ও শফিউল আজম টুটুল।

২০২১ সালের জন্য ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক সভায় টেলিভিশন সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি কাজী খলিলুর রহমান উপস্থিত সদস্যদের সর্ব সস্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করেন। 

নবগঠিত কমিটিতে একুশে টেলিভিশনের আজমীর হোসেন তালুকদারকে সভাপতি ও বৈশাখী টেলিভিশনের শফিউল আজম টুটুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের মধ্যে নির্বাচিত হন- সহ সাধারণ সম্পাদক পদে নিউজ টোয়েন্টি ফোর-এর এসএম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক পদে দীপ্ত টিভির খালিদ হাসান, কোষাধ্যক্ষ পদে মোহনা টেলিভিশনের রুহুল আমিন রুবেল, দপ্তর সম্পাদক পদে বিজয় টিভির মো: মাসুম খান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে আনন্দ টিভির সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে মোহনা টিভির কাঠালিয়া প্রতিনিধি মো: মাসুম বিল্লাহ। 

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য জিয়াউল হাসান পলাশ ও ডিবিসি নিউজ এর আল আমিন তালুকদারকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।

এরআগে বিদায়ী সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রতিষ্ঠাকালীন সদস্য জিয়াউল হাসান পলাশ, নবগঠিত কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদার, বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জলিল, বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ তরুণ সরকার, নির্বাহী সদস্য আল আমিন তালুকদার, এসএম রেজাউল করিম, খালিদ হাসান তালুকদার, ইব্রাহিম খান শাকিল, খলিলুর রহমান, মিঠুন চক্রবর্তী, খাইরুল ইসলাম পলাশ ও আতাউর রহমান প্রমুখ। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি