ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিএমইউজে`র নারায়ণগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ১৫ আগস্ট ২০২৩ | আপডেট: ১৫:১৫, ১৫ আগস্ট ২০২৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নারায়ণগঞ্জ জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে গ্লোবাল টেলিভিশনের  নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ ২৪-এর রূপগঞ্জ প্রতিনিধি মো. হানিফকে সাধারণ সম্পাদক  করা হয়েছে। 

শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউজে'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু। 

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. সেলিম ডালিম সিনিয়র সহসভাপতি, মাসুম বিল্লা সহসভাপতি, খোকন সহসভাপতি, মোঃ সূর্য আহমেদ মিঠুন  সহসম্পাদক, মোহাম্মদ সোহেল রহমান সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল ভূঁইয়া,  মুজিবুর রহমান অর্থ সম্পাদক, হাসান সহকারি অর্থ সম্পাদক, সানাউল্লাহ মুন্সি দপ্তর সম্পাদক, রবিউল ইসলাম প্রচার সম্পাদক, সাইফুল ইসলাম আইটি বিষয়ক সম্পাদক, মুক্তার হোসেন সমাজকল্যাণ সম্পাদক, সাজেদা ইসলাম মহিলা বিষয়ক সম্পাদক, পপি আক্তার সহমহিলা বিষয়ক সম্পাদক। 

কার্যকরী সদস্যরা হলেন- মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, মোঃ মোস্তফা কামাল, জিয়াউর রহমান, লিটন বিশ্বাস, সাজিদুর রহমান, রুবেল শিকদার, মোহাম্মদ সজীব, বিএম কোরবান আলী, কাজী আস্তিক বিন মনির, বদিরুজ্জামান, শহিদুল ইসলাম সৈকত, এমএস রাসেল, উজ্জ্বল হোসেন মাসুম, আক্তার হোসেন ও সেলিম মুন্সি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি