ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ওয়েলকাম মামুন, প্লিজ...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ৫ সেপ্টেম্বর ২০১৮

বুঝতে পারিনি সেদিন রোববার ছিলো মামুনের জীবনের শেষ অফিস। গনভবনে প্রধানমন্ত্রীর একটি প্রোগ্রামে সংবাদ সংগ্রহের কাজে ছিলো মামুন। অফিস থেকে আমাকে বলা হলো মামুনকে সহযোগিতা করতে।

আমি স্ক্রিপ্ট লিখে প্যাকেজ বানানোর সময় মামুন চিরচেনা হাসিমুখ নিয়ে প্যানেলে এলো। ঢুকেই আমাকে বললো,“থ্যাঙ্কস আপা”। আমি একটু মজা করে বললাম- নট ওয়েলকাম। ওটাই ছিলো আমার সাথে মামুনের শেষ কথা, শেষ দেখা ।

একটু পরেই সে অফিস থেকে চলে যায়। যাওয়ার সময় দেখলাম হাসিমুখ নিয়ে সেন্ট্রাল ডেস্ক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর তার পরদিন ছিলো মামুনের ডে অফ। রাতে শুনি আমাদের টগবগে তরুন সাংবাদিক মামুন আর নেই।

প্রথমে দু:সংবাদটা শুনে  মনে হচ্ছিল আমি হয়ত পাগল হয়ে গেছি কিংবা কোথাও আমার বড় ভুল হচ্ছে। পরে যখন বুঝলাম নির্মম মৃত্যু কেড়ে নিয়েছে আমাদের মামুনকে, বাকি রাতটা আর ঘুমাতে পারলাম না । মামুন ছিলো আমার ডিপার্টমেন্টের দুষ্টু আর মিষ্টি ছোট ভাই, একই সঙ্গে প্রিয় সহকর্মী। শুধু আফসোস হতে লাগলো, কেন যে নট ওয়েলকাম বলেছিলাম । মনে মনে বিড়বিড় করতে লাগলাম-“মোষ্ট ওয়েলকাম, মোষ্ট ওয়েলকাম মামুন ।

লেখক : মামুনুর রশিদের সহকর্মী।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি