ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নিবার্চন

সভাপতি হুমায়ুন রনি, সম্পাদক সাইফ রনী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ২১ জুলাই ২০১৯

কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। এতে একুশে টেলিভিশনের হুমায়ূন কবির রনি সভাপতি, মাই টিভির মোহাম্মদ সাইফ উদ্দিন রনী সাধারণ সম্পাদক এবং এশিয়ান টিভির দেলোয়ার হোসাইন আকাইদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেল ৫টায় কুমিল্লা প্রেসক্লাবে ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৭ টায় পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান। এ সময় নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মাসুদুর রহমান শিকদার, শাহ মো. আলমগীর খান ও সহযোগী ওমর ফারুকী তাপস উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা মুন্সী (জিটিভি), অর্থ-সম্পাদক তাওহিদ হোসেন মিঠু (মোহনা টিভি), প্রচার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা (এসএ টিভি), সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী (ডিবিসি নিউজ), দপ্তর সম্পাদক শাকিল মোল্লা (দীপ্ত টিভি),  নির্বাহী সদস্য এম ফিরোজ মিয়া (দেশ টিভি), সাইয়িদ মাহমুদ পারভেজ (বাংলাভিশন), আনোয়ার হোসাইন (বৈশাখী টিভি) ও মো. খালেদ সাইফুল্লাহ (যমুনা টিভি)।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি