ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজাম হাজারির মা ও ভাইয়ের মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ২৪ মে ২০২০ | আপডেট: ২০:৫২, ২৪ মে ২০২০

Ekushey Television Ltd.

ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজ বেগম এবং বড় ভাই জসিম উদ্দিন হাজারী আজ সকালে মৃত্যু বরণ করেছন। তাদের মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা (এফএসএফডি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূইয়া রোববার (২৪ মে) এক শোকবার্তায়, এমপি নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজ বেগম এবং বড় ভাই জসিম উদ্দিন হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। তারা, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, এমপি নিজাম উদ্দিন হাজারীর বড়ভাই জসিম উদ্দিন হাজারী রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীতে মৃত্যুবরণ করেছেন। প্রিয় সন্তানের মৃত্যুর সংবাদ শুনে শোক সইতে না পেরে কিছুক্ষণের ব্যবধানে তার মা দেল আফরোজ বেগমও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি