ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মা এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি বুধবার রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এক বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম।

কর্মজীবনে সফল ও উচ্চশিক্ষিত সন্তানদের মা হিসেবে জাহানারা হোসেন ২০১৮ সালে রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেয়েছিলেন। তার পাঁচ মেয়ে ও চার ছেলের সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত।

বৃহস্পতিবার বেলা ১১টায় নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুরে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে জাহানারা হোসেনের লাশ দাফন হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি