ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলের মৃত্যুর পর এবার বাবা সাংবাদিক নান্নু অগ্নিদগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ১২ জুন ২০২০

Ekushey Television Ltd.

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু। শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের বাসায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে একই বাসায় অগ্নিকাণ্ডে নান্নুর একমাত্র ছেলে পিয়াসের (২৪) মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে নান্নুর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন আরও জানান, নান্নুর শ্বাসনালি কিছুটা ক্ষতিগস্ত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

এই সাংবাদিকের স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, রাত্রিকালীন অফিস শেষ করে বাসায় ফিরে খাওয়া-দাওয়ার পর রাত ৩টার দিকে হঠাৎ করে শব্দ হয়। গ্যাসের গন্ধও পাওয়া যাচ্ছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে তার ধারণা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি