ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনায় মারা গেলেন সাংবাদিক এম হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ১৮ জুলাই ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নিউজ এডিটর আব্দুল্লাহ এম হাসান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সূত্রে এই তথ্য জানা গেছে।

দুই সপ্তাহ আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর শরীরে বেশ কিছু জটিলতা দেখা দেওয়ায় তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুকালে আব্দুল্লাহ এম হাসানের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি