ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২৫

প্রেস মিনিস্টার হয়ে নয়া দিল্লী যাচ্ছেন শাবান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১৬ নভেম্বর ২০২০

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদকে ভারতের নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্ব দিয়েছে সরকার।

দুই বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে শাবান মাহমুদকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। যোগ দেওয়ার তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শাবান মাহমুদ এক সময়  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি