ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

সাংবাদিক মিজানুর রহমান খানের কুলখানি আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ১৫ জানুয়ারি ২০২১

বিশিষ্ট সাংবাদিক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ আসর রাজধানীর সোবহানবাগ জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

মরহুমের আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান খান। পরদিন রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি