ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক আবু নাছেরের মাতার ইন্তেকাল, ডিআরইউ’র শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ২১ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য মোহাম্মদ আবু নাছেরের মাতা নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় কুমিল্লার চান্দিনাস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মোহাম্মদ আবু নাছেরের মাতা নুরজাহান বেগমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান আজ এক বিবৃতিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি