ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরেণ্য সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ১০ এপ্রিল ২০২১

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। 

তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি