ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ার সাংবাদিক খোকন আর নেই

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৪, ১৪ মে ২০২১ | আপডেট: ১৪:১৭, ১৪ মে ২০২১

সাংবাদিক জামিল হাসান খান খোকন

সাংবাদিক জামিল হাসান খান খোকন

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি জামিল হাসান খান খোকন আর নেই। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। 

মরহুম জামিল হাসান খান খোকন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক স্বর্ণযুগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। 

গত ১২ মে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি