ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২০ মে ২০২১

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি, বরিশালের সংবাদপত্র বিক্রয় প্রতিষ্ঠান এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ (৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

রাজধানীর মগবাজারস্থ নিজ বাসায় মঙ্গলবার দিবাগত রাত ১২.২০  মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।  

আল মারকাজুল ইসলামীতে মরদেহের গোসল শেষে মগবাজারস্থ ওয়ারলেস জামে মসজিদে বাদ ফজর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সার্কুলেশন বিভাগের প্রধানরা, সংবাদপত্র পরিবহন সমিতি, এজেন্ট এসোসিয়েশনের অনেকে উপস্থিত ছিলেন।

প্রথম জানাজা শেষে মরহুমের মৃতদেহ তার বরিশালের বাড়িতে নেয়া হয়। সেখানে বুধবার (১৯ মে ২০২১) বরিশাল পুলিশ লাইন মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়ি চর কারায়াঞ্জী জামে মসজিদে বাদ আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ সমবায় সমিতি, সার্কুলেশন ম্যানেজারস এসোসিয়েশন, সংবাদপত্র পরিবহন সমিতি, সংবাদপত্র সেবী বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি