ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কলারোয়ার সাংবাদিক বুলু আহমেদ আর নেই

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭, ২৯ মে ২০২১

সাংবাদিক বুলু আহমেদ

সাংবাদিক বুলু আহমেদ

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক বুলু আহমেদ ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি............রজিউন)। 

কিডনি ড্যামেজসহ নানান রোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ শনিবার সকাল ১০টায় মুরারীকাটি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুলু আহমেদ জীবদ্দশায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বান পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। 

এদিকে, সাংবাদিক বুলু আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদসহ ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ। 

উল্লেখ্য, সদ্যপ্রয়াত বুলু আহমেদের চাচা দৈনিক অনির্বান পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ গত ২৯ এপ্রিল খুলনায় ইন্তেকাল করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি