ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সাংবাদিক শামসুন্নাহার রাব্বী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২৭ জুন ২০২১

কুমিল্লা থেকে প্রকাশিত দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ-এর উপদেষ্টা সম্পাদক শামসুন্নাহার রাব্বী (৭৮) গত শুক্রবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। 

গতকাল শনিবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি এলাকার একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

সাপ্তাহিক সংবাদপত্র ‘আমোদ’ ১৯৫৫ সালের ৫ মে প্রথম প্রকাশিত হয়। কুমিল্লায় মোহাম্মদ ফজলে রাব্বী পত্রিকাটির প্রকাশনা শুরু করেন। ১৯৯৪ সালের ২৮ নভেম্বর ফজলে রাব্বীর মৃত্যুর পর আমোদ প্রকাশনার দায়িত্ব নেন তার সহধর্মিণী শামসুন্নাহার রাব্বী ও ছেলে বাকীন রাব্বী। 

‘আমোদ’ ছিল পূর্ব পাকিস্তানের প্রথম ক্রীড়া সাপ্তাহিক। পরে তা সাধারণ সংবাদপত্রে পরিণত হয়। প্রথম সংখ্যাটির মূল্য ছিল এক আনা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি