ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে মারা গেল সাংবাদিক সারওয়ারের একমাত্র সন্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ৫ আগস্ট ২০২১ | আপডেট: ১২:১৩, ৫ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে মারা গেছে সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজের এডিটর (অ্যাসাইনমেন্ট) সারওয়ার হোসেনের একমাত্র সন্তান শাবাব সারোয়ার। বুধবার রাতে স্কয়ার হাসপাতালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শাবাবের বয়স ছিল ১০ বছর। সে আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও এটিএন নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর সারওয়ার হোসেনের একমাত্র ছেলে শাবাবের অকাল মৃত্যুতে সাংবাদিক কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শাবাব গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে মস্তিস্কে সংক্রমণ হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেন চিকিৎসকরা। সেদিনই তাকে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র-পিআইসিইউতে স্থানান্তর করা হয়।

বুধবার শাবাবকে লাইফ সাপোর্ট দেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা যায়নি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি