ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক আজহার মাহমুদের মায়ের মৃত্যু  

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২১

সন্তানদের সঙ্গে হামিদা বানু

সন্তানদের সঙ্গে হামিদা বানু

Ekushey Television Ltd.

মিরসরাই প্রেসক্লাবের সদস্য ও চট্টগ্রাম বিএফইউজে নির্বাহী কমিটির সদস্য আজহার মাহমুদের মা হামিদা বানু (৫৬) আর নেই। দীর্ঘদিন ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সোয়া পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

দুইপুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান এই মহিয়সী নারী। গত ডিসেম্বরে সাংবাদিক আজহার মাহমুদের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুল আলম (৬৫)ও চলে যান না ফেরার দেশে।
 
শনিবার আছরের নামাজের পর জানাজা শেষে মিরসরাই উপজেলার ওয়াহেদুর ইউনিয়নের কমর আলী বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবনসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি