ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাঁচদফা দাবিতে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ৭ নভেম্বর ২০২১

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করছেন সাংবাদিকরা

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করছেন সাংবাদিকরা

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানকে প্রত্যাহারসহ পাঁচদফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি পেশ করেছেন সাংবাদিকরা। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন।

রোববার সকাল ১০টায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। 

দাবিসমূহ হচ্ছে- অভিযুক্ত দুর্নীতিবাজ সিভিল সার্জনকে প্রত্যহার এবং তার কর্মকালীন সময়ে সকল অনিয়মের তদন্ত, ১০০ শয্যার সদর হাসপাতালকে অবিলম্বে ২৫০ শয্যায় উন্নীত, জরুরি মেডিকেল অফিসারের (ইএমও) পদ সৃষ্টি, শূণ্যপদে অবিলম্বে চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণসহ বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিকরণ ও দালালমুক্ত হাসপাতাল নিশ্চিতকরণ।

স্মারকলিপি প্রদান শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক হামিদুল হক মুন্সী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীর রূহানী মাসুম, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সিনিয়র সাংবাদিক শেখ সেলিম ও নাজমুল হক স্বপন।

বক্তারা বলেন, অবিলম্বে দাবিসমূহ পূরণ করা না হলে চুয়াডাঙ্গাবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি