টিসিএর সভাপতি মাহাবুব, সাধারণ সম্পাদক জীবন
প্রকাশিত : ১৫:২২, ২৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:৪৫, ২৯ ডিসেম্বর ২০২১
টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ)’র নির্বাচনে তিনশ ভোটারের সমন্বিত ভোটে ১৯টি পদে প্রার্থী নির্বাচিত করা হয়েছে।
২৪ ডিসেম্বর (শুক্রবার) উৎসবমুখর পরিবেশে টিসিএর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
পরবর্তীতে ইলেকট্রনিক মেশিনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার হারুন তালুকদার, সভাপতি পদে সময় টেলিভিশনের সিনিয়র চিত্রসাংবাদিক শেখ মাহাবুব আলম এবং এশিয়ান টেলিভিশনের প্রধান চিত্রসাংবাদিক শহিদুল হক জীবনের নাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন।
এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন ও মো. পিন্টু সিকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সজীব, মো. আকসানুর রশিদ খান লিটন, সাংগঠনিক সম্পাদক তাফসির মো. হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, অর্থ সম্পাদক আবু সাঈদ, সহ-অর্থ সম্পাদক মো. আব্দুর রব, দপ্তর সম্পাদক আল মাসুম সবুজ, সহ-দপ্তর ইয়াকুব হোসেন লিটন, এম,এ, রাসেল, প্রচার সম্পাদক মো. হাবিবুল্লাহ বাহার উজ্জ্বল, সহ-প্রচার সম্পাদক আয়নাল আহমেদ, কার্যকরি সদস্য মোশারফ হোসেন, মো. সোহেল, মো. ইয়াসিন মোল্লা।
এসএ/