সাংবাদিক মানিক সাহার হত্যাবার্ষিকী
প্রকাশিত : ০৮:৫৯, ১৫ জানুয়ারি ২০২২
খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহার ১৮তম হত্যাবার্ষিকী ১৫ জানুয়ারি, শনিবার। ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেস ক্লাবের কাছে চরমপন্থিদের বোমা হামলায় দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিবিসির কন্ট্রিবিউটর মানিক সাহা নিহত হন।
দীর্ঘ এক যুগ পর ২০১৬ সালের ৩০ নভেম্বর সেই হত্যা মামলার রায়ে ৯ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই ঘটনায় বিস্ম্ফোরক আইনে করা আরেক মামলায় অবশ্য ১০ আসামির সবাই খালাস পান।
মানিক সাহার মৃত্যুবার্ষিকীতে খুলনা প্রেস ক্লাব ও তার পরিবার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তার মধ্যে রয়েছে সকাল পৌনে ১১টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা।
এসএ/