ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ২৭ এপ্রিল ২০২২

ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকা আয়োজিত এক ইফতার মাহফিল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ এপ্রিল এ ইফতার সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি ড. উৎপল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি, বিএফইউজের সাবেক সভাপতি, খ্যাতিমান গীতিকার মোল্লা জালাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক ও সাবেক এমপি আফজাল এইচ খান, সিনিয়র সাংবাদিক ফাইজুস সালেহীন, সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ, ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির খান, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির মহাসচিব উদয় হাকিম, ময়মনসিংহ সাংবাদিক সমিতির উপদেষ্টা লতিফুল বারী হামিম, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রাজেন্দ্র দেব মন্টু, টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি খান মোহাম্মদ সালেক ও জামালপুর সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক সৌরভ জাহাঙ্গীর।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি