ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সড়ক দুর্ঘটনায় আহত একুশে টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ২ নভেম্বর ২০২২

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মো: আব্দুস সালাম। 

মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শহরের পৌর বিপনীর মার্কেটের সামনে চলমান মোটরসাইকেলের পেছন থেকে পড়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। বাম পায়ে আঘাত পাওয়ায় হাসপাতালে কর্মরত চিকিৎসক দ্রুত এক্সরে করাতে বলেন। এক্সরের রিপোর্টে দেখা যায় তার বাম পা ভেঙ্গে গেছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈকত দাস জানান, মো: আব্দুস সালাম গুরুতর আহত হয়েছেন। তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। এক্সরের রিপোর্ট অনুযায়ী প্লাস্টার করে যাবতীয় ওষুধ লিখে দেওয়া হয়েছে। 

এক মাস পর তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে জানান চিকিৎসক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি