ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মোংলা বন্দরের সেরা রিপোর্টিংয়ে পুরস্কার পেলেন একুশে টিভির প্রতিনিধি

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৩, ১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:২৩, ১ ডিসেম্বর ২০২২

বছরজুড়ে বস্তুনিষ্ঠ, সাহসী ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় একুশে টিভির প্রতিনিধি আবুল হাসানসহ দুই সাংবাদিককে সন্মাননা পুরস্কার দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বন্দর দিবস অনুষ্ঠানে এই সন্মাননা তুলে দেন মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

একুশে টিভির প্রতিনিধি আবুল হাসান ছাড়াও এই সম্মাননা পেয়েছেন এনটিভির স্টাফ করেসপন্ডডেন্ট ও দৈনিক বাংলার প্রতিনিধি আবু হোসাইন সুমন।

বৃহস্পতিবার ১ ডিসেম্বর ছিল মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠার ৭২ বছর। এ বছরই কর্তৃপক্ষ সেরা রিপোর্টিংয়ের কাজের মূল্যায়ন দিয়ে সন্মাননার আয়োজন করে। কর্তৃপক্ষের জুরি বোর্ড সেরা রিপোর্টিংয়ের মূল্যায়ন করে মোংলার এ দুই সাংবাদিককে নির্বাচিত করেন। 

বস্তুনিষ্ঠ, সাহসী ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক আবুল হাসান ও আবু হোসাইন সুমনকে অভিনন্দন জানান মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এসময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, রাষ্ট্রের সম্পদ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ যেই পরিবেশন করবে তার পাশে থাকবে বন্দর কর্তৃপক্ষ। 

পর্যায়ক্রমে এই নিয়ম চালু থাকবে বলেও জানান তিনি। 

এসময় বন্দরের সেরা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি সরূপ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারীদেরও ক্রেস্ট ও সন্মাননা দেওয়া হয়।

সন্মাননা দেওয়ার অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ বন্দরের ঊর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি