ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কাবেরী মৈত্রেয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ২৬ জানুয়ারি ২০২৩

বিশ্বব্যাপী অন্যতম বড় যুব সংগঠন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এর ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ এর জন্য মনোনীত হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাবেরী মৈত্রেয়। 

বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ক যুবকদের উদ্বুদ্ধকরণ, নারীর ক্ষমতায়নে অবদান রাখার স্বীকৃতস্বরুপ এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। চলতি বছরের মার্চে দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব যুব নেতৃত্ব সম্মেলনে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

তরুণদের সামাজিক কাজ, উদ্যোক্তা তৈরি, গণতন্ত্র, উন্নত বিশ্বের জন্য টেকসই উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করে প্রতি বছর ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট’ এর মাধ্যমে অনুপ্রেরণাদায়ী তরুণদের তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’, ‘দি এমার্জিং লিডার অ্যাওয়ার্ড ২০২৩’ এবং ‘গ্লোবাল ইয়ুথ এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ এ তিন ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন তরুণদের পুরস্কার দেওয়া হবে। 

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সংগঠনটি বিশ্বের বিভিন্ন প্রান্তে যুবকদের উন্নয়নে কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতি দিয়ে থাকে।

গেল এক যুগ ধরে লেখনীর মাধ্যমে আর্থিক খাতের টেকসই উন্নয়নে প্রতিবন্ধকতা, অব্যবস্থাপনাগুলো সমাজের সামনে তুলে এনেছেন কাবেরী। এছাড়া কৃষিতে সচেতনতা তৈরি, সামাজিক আন্দোলন ও নারীর ক্ষমতায়নে কাজ করছেন এ নারী সাংবাদিক। ২০১৪ সালের মার্চ থেকে দেশের অন্যতম বেসরকারী টেলিভিশন একাত্তরে জেষ্ঠ্য প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। একাত্তর টেলিভিশনের যোগদানের আগে তিনি দৈনিক আমাদের সময় আর অর্থনীতি প্রতিদিনে কর্মরত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর কাবেরী ২০১১ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি