ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন বিষয়ে বিজেসির সংলাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ২১ মার্চ ২০২৩

প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন বিষয়ক অংশীজন সংলাপের আয়োজন করেছে সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি। 

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীরা নানা দিক থেকে ঝুঁকিতে আছে। সুরক্ষার জায়গাটি দিন দিন দুর্বলতর হচ্ছে তাদের জন্য। 

সরকারের প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনটি সংসদে তোলার পর তা পর্যালোচনার জন্য এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে।

এই আইনটি গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষা করবে কি না এবং বিভিন্ন দেশে কি ধরণের আইন রয়েছে তা নিয়ে আলোচনার জন্য অংশীজন সংলাপের আয়োজন করেছে সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি। 

বিএফইউজে, জাতীয় প্রেসক্লাব, এ্যাটকো, এডিটরস গিল্ড, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, সাব এডিটরস কাউন্সিল, টিসিএ এবং প্রডিউসারস এসোসিয়েশনের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

২২ মার্চ ২০২৩ তারিখ বুবার সকাল সাড়ে দশটায় দ্যা ডেইলি স্টার ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি