ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক মাসুমা লিসার মা জোৎস্না খানম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২১ জুন ২০২৩

একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর মাসুমা লিসার মা এবং সাংবাদিক মানিক শিকদারের শ্বাশুড়ি জোৎস্না খানম আর নেই।

হঠাৎ অসুস্থ হয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। 

তিনি ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। রাজধানীর পল্লবীর বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। 

জোৎস্না খানম এক পুত্র, দুই কন্যা, আত্মীয় স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বুধবার সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় নড়াইল গ্রামের বাড়িতে। বাদ জোহর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা স্বামীর কবরের পাশে তাঁকে সমাহিত করার কথা রয়েছে। 

জোৎস্না খানমের মৃত্যুতে একুশে পরিবার গভীর শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত কামনায় সাংবাদিক মাসুমা লিসা ও তাঁর সহকর্মীরা সকলের দোয়া চেয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি