ঢাকা, বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫

একুশে টেলিভিশনের সাংবাদিক মাসুমা লিসার মায়ের দাফন সম্পন্ন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৫, ২২ জুন ২০২৩

একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর মাসুমা লিসার মা এবং স্টাফ রিপোর্টার মানিক শিকদারের শাশুড়ি সৈয়দা জোসনা খানমের (৬২) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জুন) জোহর নামাজ বাদ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা স্বামীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়েছে। 

এর আগে নোয়াগ্রাম জামে মসজিদ চত্তরে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন। দাফন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বার্ধ্যকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সৈয়দা জোসনা খানম ঢাকায় ইন্তেকাল করেন। 

তিনি ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। জোসনা খানম এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি