ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একুশে পরিবারের শ্রদ্ধা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ১৫ আগস্ট ২০২৩ | আপডেট: ১৫:৫৮, ১৫ আগস্ট ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে একুশে পরিবার।

মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে একুশে টেলিভিশনের বঙ্গবন্ধু কর্ণারে শ্রদ্ধা জানানো হয়। 

এসময়ে একুশে’র প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, অসাম্প্রদায়িক, উন্নত সোনার বাংলা গঠনে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আত্মত্যাগ-দেশপ্রেম সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশাও করেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। 

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের হেড অব নিউজ রাশেদ চৌধুরী, ডেপুটি হেড অব নিউজ সাইফ ইসলাম দিলাল, সম্প্রচার বিভাগের মহাব্যবস্থাপক সুজন দেবনাথ প্রমুখ।

 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি