ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার, সম্পাদক মঞ্জু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩

অনেক চড়াই উৎরাই পেরিয়ে দীর্ঘ ৭ বছর পর নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক হয়েছেন আবু নাছের মঞ্জু।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকালে প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু।

১ নম্বর সহ-সভাপতি পদে এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ পেয়েছেন ৩৫ ভোট ও ২ নম্বর সহ-সভাপতি পদে দৈনিক সোনালী জমিনের সম্পাদক শাহ এমরান মো. ওসমান সুজন পেয়েছেন ৩২ ভোট। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ ২৬ ভোট এবং দৈনিক নতুন দিনের প্রতিনিধি এ আর আজাদ সোহেল ২৪ ভোট পেয়ে ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে চ্যানেল আইয়ের প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি নাসির উদ্দিন শাহ নয়ন, সাহিত্য সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক গণমুক্তির নোয়াখালী ব্যুরো প্রধান গাজী মো. আমিনুল ইসলাম ভুঞা (গাজী রুবেল), শিক্ষা গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ইকবাল হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং নির্বাহী সদস্য পদে দৈনিক দেশবার্তার প্রতিনিধি মো. আবদুল মোতালেব, দৈনিক বর্তমানের প্রতিনিধি নুর রহমান ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।

২০১৬ সালের পর নোয়াখালী প্রেসক্লাবে আর নির্বাচন হয়নি। ২০২২ সালের ২০ ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু মীর মোশারফ হোসেন মিরণ নিজেকে প্রেসক্লাবের কথিত সভাপতি দাবি করে আদালতে রিট পিটিশন দায়ের করলে নির্বাচন স্থগিত হয়ে যায়। 

পরে দীর্ঘ শুনানি শেষে ১৮ সেপ্টেম্বর ওই আবেদন খারিজ করে দিলে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নির্বাচনের গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি