ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিকদের উপর হামলা-ভাংচুরের নিন্দা অ্যাটকো’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ৩১ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৪:৩৭, ৩১ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ টেলেভিশন চ্যানেলসমূহের মালিকদের একমাত্র সংগঠন এসোসিয়েশন অব টেলিভশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) সাংবাদিকদের উপর হামলা ও গণমাধ্যমের যানবাহন ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) অ্যাটকোর পরিচালক মণ্ডলীর এক জরুরি সভায় গত ২৮ অক্টোবর শনিবার ঢাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে একটি দলের উশৃংখল কর্মীদের সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব পালনকারী সাংবাদিকদের উপর হামলা এবং গণমাধ্যমের যানবাহনের ভাংচুরের তীব্র নিন্দা, ক্ষোভ, ও প্রতিবাদ জানানো হয়। 

যারা এইসব ঘটনার জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এই সন্ত্রাসী ঘটনায় সকল নিহত, আহত, ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয় যে, আগামীতে যে দলের নেতা-কর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত ও বাধাগ্রস্ত হবেন এবং গণমাধ্যমের যানবাহন হামলার শিকার হবে সেই দলের বিরুদ্ধে অ্যাটকো অবস্থান নিতে বাধ্য হবে।

সভায় সেদিন রাজনৈতিক কর্মসূচি চলাকালীন সময়ে প্রধান বিচারপতির সরকারী বাসভবনের ওপর হামলা, একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা এবং সাধারণ যানবাহনে অগ্নিসংযোগের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ, নিরেপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে সরকার ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলসমূহকে দেশের গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে গণতান্ত্রিক নীতিমালা মেনে কাজ করার জন্য সভায় আহবান জানান হয়। (বিজ্ঞপ্তি)

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি