ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যাত্রা শুরু করল `ভিউজ বাংলাদেশ`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ২৮ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৯:১৪, ২৮ ডিসেম্বর ২০২৩

দেশের একমাত্র বাইলিঙ্গুয়াল অনলাইন ভিউজ ও নিউজ পোর্টাল 'ভিউজ বাংলাদেশ' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশৈর বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

দুপুর ১টায় 'ভিউজ বাংলাদেশ'-এর আনুষ্ঠানিক শুভময় উদ্বোধন ঘেষণা করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, 'ভিউজ বাংলাদেশ আমাদের মতামতের প্রতিফলন ঘটাবে বলে আশা করি। দেশে ১৭ কোটি মানুষ আছে। তবে ১৭ কোটি মানুষ তাদের মতামত প্রকাশ করেন না। কিন্তু যারা মতামত প্রকাশ করেন তাদের মতামত ১৭ কোটি মানুষের মতের প্রতিফলন হওয়া উচিত। প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত আছে। কিন্তু তা দেশের মানুষের জন্য কতটা কাজে লাগবে? দেশৈর সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব করে এমন মতামত প্রকাশ করা বলে উচিত বলে আমি মনে করি।'

'ভিউজ বাংলাদেশ'-এর সম্পাদক রাশেদ মেহেদী তার বক্তব্যে বলেন, 'ক্লিকবেটের বাইরে সিরিয়াস কনটেন্ট তৈরী করার স্বপ্ন নিয়েই ভিউজ নেটওয়ার্কের যাত্রা শুরু। আমরা এমন সংবাদ দিতে চাই যা মানুষের কাজে লাগবে। আমরা আমাদের ভাবনাটা দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে চাই। মতামতের জন্য সম্পাদক দায়ী নয়- আমরা এই মতবাদের সঙ্গে বিশ্বাসী নই। অবশ্যই মতামতের সঙ্গে সম্পাদক দায়ী। সামাজিক মাধ্যমে যে কেউ মতামত দেয়, সেজন্য কোন দায়িত্ব থাকে না। তাই আমাদের এখানে দায়িত্বের সঙ্গে মতামত প্রকাশিত হবে। 

এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন- লেখক, অধ্যাপক ও রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাশেম ফজলুল হক, অর্থনীতিবিদ, উন্নয়ন চিন্তাবিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের  চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান, লেখক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জিয়াউদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, কৃষি অর্থনীতিতিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের পরিচালক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সরকারের সাবেক সচিব, জাতিয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং প্লানিং কমিশনের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল মজিদ, বিশিষ্ট ফটোসাংবাদিক নাসির আলী মামুন, লেখক ও সাংবাদিক মহসীন হাবীব, সমকালের ইপ সম্পাদক মাহবুব আজিজ, গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, বেশাখী টেলিভিশনের চেয়ারম্যান মুশফিক এনাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাসসের নগর সম্পাদক মধুসূদন দত্ত, কবি মোহন রায় প্রমুখ। 

ভিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান শরিফা আক্তার বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষ তেকে শুভেচ্ছা বক্তব্য পড়ে শুনানো হয়। 

উপস্থিত সুধিজনেরা ভিউজ বাংলাদেশের অগ্রযাত্রায় শুভকামনা ব্যক্ত করে বক্তব্য রাখেন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি