ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইটিভির সাংবাদিক সমর ইসলামের বাবার ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪

একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর সমর ইসলামের বাবা সেখ আবদুস সালাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে ময়মনসিংহের গফরগাঁওয়ের নলচিড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

অসুস্থ বাবার সঙ্গে সাংবাদিক সমর ইসলাম

কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সেখ আবদুস সালাম। 

আজ বাদ আছর স্থানীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি