ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিজেসি ও ক্লিক অ্যান্ড পের মধ্যে চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ২ এপ্রিল ২০২৪

সদস্যদের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে দেশের সম্প্রচার সাংবাদিকদের একমাত্র সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। এরই অংশ হিসেবে সুপার শপ ‘ক্লিক অ্যান্ড পে’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে বিজেসি কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের জন্য বিজেসি সদস্যকে ‘ক্লিক অ্যান্ড পে’ সুপার শপের অ্যাপসটি মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে। অ্যাপসে বিজেসি সদস্যদের জন্য ‘বিজেসি বাজার’ নামে একটি পৃথক সেকশন যুক্ত হবে। সেখানে নিজের বিজেসি আইডি দিয়ে লগ-ইন করলে, বিশেষ ডিসকাউন্ট মূল্যে কেনাকাটা করতে পারবে সাংবাদিকরা।

বিজেসির ট্রাস্টি মানস ঘোষ বলেন, সম্প্রচার মাধ্যমের সংবাদকর্মীদের কল্যাণ, দক্ষতা ও মান উন্নয়নের লক্ষ্যে বিজেসি যাত্রা শুরু করলেও সদস্যদের জীবন যাপন সহজ করতে ভূমিকা রাখা প্রয়োজন এই সংগঠনের। তাই দৈনন্দিন কেনাকাটায় বিজেসি সদস্যরা কীভাবে বাজারের প্রচলিত মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারেন, সে বিষয়টি নিয়ে কাজ শুরু করা হয়। বিজেসির এই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে এসেছে সুপার শপ ‘ক্লিক অ্যান্ড পে’।

বর্তমানে ক্লিক অ্যান্ড পে’র বারিধারা ডিওএইচএস (অনন্যা শপিং কমপ্লেক্স) ও মিরপুর ডিওএইচএস (জামান পার্ক, সাগুফতা) শাখা থেকে এই পণ্য সংগ্রহ করা যাবে। পাশাপাশি বাংলামোটরে বিজেসি কার্যালয় থেকে পচনশীল ব্যতীত সব পণ্য সংগ্রহ করা যাবে। এ ছাড়া ক্লিক অ্যান্ড পে কর্তৃপক্ষ রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় তাদের শাখা খুলবে বলে জানিয়েছে। কেউ হোম ডেলিভারি নিতে চাইলে তার জন্য ক্লিক অ্যান্ড পে-এর সাধারণ ডেলিভারি নিয়ম ও দূরত্ব ভেদে চার্জ প্রযোজ্য হবে বলেও জানায় তারা।

ক্লিক অ্যান্ড পে’র প্রতিষ্ঠাতা ও সিইও নুরুল ইসলাম তুষার বলেন, বিজেসি সদস্যদের জন্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত ৫ লিটার সয়াবিন তেল ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেইসঙ্গে প্রযুক্তির সহায়তায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে কাজ করছে ক্লিক অ্যান্ড পে। সবার সহায়তা পেলে দেশব্যাপী এ উদ্যোগ ছড়িয়ে দেয়া সম্ভব।

বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় প্রায় ৩ হাজার পণ্য ন্যায্যমূল্যে বিজেসি সদস্যদের সরবরাহ করবে সুপার শপ ক্লিক অ্যান্ড পে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদস্যদের প্রতি ক্রয়ের ২% বিজেসির কল্যাণ ফান্ডে জমা হবে।

বিজেসি’র পক্ষে সদস্য সচিব শাকিল আহমেদ ও ক্লিক অ্যান্ড পে’র পক্ষে কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও নুরুল ইসলাম তুষার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিজেসির ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজা, হারুন অর রশিদ, কোষাধক্ষ্য মানস ঘোষসহ, নির্বাহী ও যুগ্ম নির্বাহীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া, ক্লিক অ্যান্ড পে’র পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কোম্পানির উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, পরিচালক মোস্তফা সারোয়ার, সিএফও  সাঈদ আহমেদ চৌধুরী।

কেআই //


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি