ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ১২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪৯, ২৯ জানুয়ারি ২০১৮

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ফোরামের (বিজেএফডি) কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির পরিচালক-বার্তা সৈয়দ ইশতিয়াক রেজা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টিভির বার্তা সম্পাদক মুতাসিম বিল্লাহ।

শুক্রবার সকালে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সাধারণ সভায় আগামী এক বছরের জন্য বিজেএফডি’র ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি  ও সহসভাপতি, গিয়াস উদ্দিন আহমেদ (বার্তা সম্পাদক, আমাদের অর্থনীতি) ও শামীমুল হক (যুগ্ম সম্পাদক, মানবজমিন)। কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান উজ্জল (প্রধান প্রতিবেদক, জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক হাসান আজাদ (স্পেশাল করেসপন্ডেন্ট, সাংরাবাংলা.নেট), অর্থ সম্পাদক গোলাম সামদানী (স্পেশাল করেসপন্ডেন্ট, সাংরাবাংলা.নেট), প্রচার ও প্রকাশনা সম্পাদক, দীপক আচার্য (বিশেষ প্রতিনিধি, দি ইন্ডিপেন্ডেন্ট)। বিজেএফডি’র কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন, দফতর সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), নারী বিষয়ক সম্পাদক, দিনার সুলতানা (বিটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এ বাকী (ক্রীড়া সম্পাদক, আমার সংবাদ)।

এছাড়াও বিজেএফডি’র কার্যনির্বাহীক মিটির সদস্যরা হলেন, জাকারিয়া কাজল, সৈয়দ আবদাল আহমেদ, কাজী ইমরুল করীর সুমন, আতিকুর রহমান, ফারহানা মিলি, সেবিকা দেবনাথ, সাজিদা ইসলাম পারুল, সোহরাব শান্ত। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি