ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অভিষেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১২ জুন ২০১৮

জমকালো অয়োজনে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কলেজের শিক্ষক লাউঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমিতির সভাপতি তবিবুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাসিব বিল্লাহ ও সহসভাপতি কেফায়েত শাকিলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জম হোসেন মোল্লাহ্।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শামিম আরা বেগম, চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, সাংবাদিকরা মানুষের জন্য কাজ করে। আজ ইচ্ছে করে আমারও সাংবাদিক হতে। তা হয়তো এখন আর সুযোগ নেই। তিনি বলেন, ঢাকা কলেজ এক ঐতিহ্যবাহী কলেজ। এ কলেজের রয়েছে অনেক সফলতা রয়েছে।  এ কলেজের ছেলেরা বিএনসিসি, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন ভাল কাজে সাক্ষরতা রেখে যাচ্ছে। আপনার সে সফলতাগুলো তুলে ধরবেন বলে আশা রাখি।

ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, সারাদেশের মাঝে ঢাকা কলেজ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা কলেজে সাংবাদিকতা যারা করছেন তাদের সাধুবাদ জানাই। যে সব বন্ধুরা সাংবাদিকতায় এসেছেন তারা তথ্যকে গুরুত্ব দিয়ে সংবাদ করবেন। সত্য তুলে ধরবেন তাহলে আপনার পক্ষে সবাই থাকবে। যা তথ্য তা নিয়েই সংবাদ হয়। সুতরাং এর বাইরে গিয়ে না লেখাই ভাল।

অভিষেক ও ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দফতর সম্পাদক জিয়াদ চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল কাফি, ঢাকা কলেজ  সাংবাদিক সমিতির সাবেক সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ, সাবেক সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান হোসাইন, সিনিয়র সহসভাপতি শাহ আলম ও  ছাত্রলীগ নেতৃবৃন্দসহ ক্যাম্পাসের বিভিন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 টিআর/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি