ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শোকের ঢেউ আছড়ে পড়েছে ফেসবুকেও [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৫, ৫ সেপ্টেম্বর ২০১৮

নশ্বর পৃথিবী ছেড়ে গেলেও, সহকর্মী, বন্ধু, সুহৃদ আর স্বজনদের মনের মনিকোঠায় রয়েছেন একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদ।

তার অকালে চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউ-ই। আর তাই শোকের ঢেউ আছড়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোক জানিয়েছে ঢাকার প্যালেস্টাইন দূতাবাস।

ফেইসবুক বলছে রিমেম্বারিং ....... আর অফিসে মামুনের বসার চেয়ার শূণ্য। কালো ব্যাজে শোক একুশে পরিবারের। মৃত্যুর অমোঘ নিয়মে জীবনের সমাপ্তি হলেও মামুন আছে প্রিয়জনদের হৃদয়ে।

কারো ফেইসবুকের কাভার ফটো ....... আবার কারো ফেইসবুকে আড্ডা, কর্মচঞ্চল, উচ্ছ্বল হাসিতে ফেটে পড়া মামুনের ছবি। এ’সবই ঘুরছে নিউজ ফিডে।

মামুনের স্মৃতিচারণ করে বন্ধুদের হাহাকার যেন হার মানাতে চাইছে মৃত্যুর খবরকে।

মামুনের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকায় প্যালেস্টাইনের দূতাবাস। শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

সাদাকালো ছবি দিয়ে মামুনের লেখা আমি- একাকী নই, একাকীত্ব আমার সঙ্গী। ....... মামুন চলে গেছে একাকীত্বের একান্তে।

ভিডিও:


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি