ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১৮ ডিসেম্বর ২০১৮

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ১৭টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ হাজার ২১২ জন।
এবারের নির্বাচনে ক্লাবের বর্তমান সভাপতি সাইফুল আলম-ফরিদা ইয়াসমিন এবং শওকত মাহমুদ-ইলিয়াস খানের নেতৃত্বে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়া প্যানেলের বাইরে বিভিন্ন পদে ১০ জন প্রতিদ্বন্দ্বী আছেন।
নির্বাচন উপলক্ষে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- মো. মোস্তফা-ই-জামিল, এসএএম শওকত হোসেন, মোস্তাফিজুর রহমান ও উদয় হাকিম।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি