ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাবি সাংবাদিক সমিতির সভাপতি প্লাবন, সম্পাদক মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ১৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২১:১৯, ১৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) এর ২০১৯ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ডেইলি ইন্ডিপেন্ডেন্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্লাবন তারিক সভাপতি এবং ডেইলি অবজারভারের প্রতিনিধি হাসান আল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।       

মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দুপুর ২ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক রাশেদা আখতার।  

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি জয়নুল শিশির (দেশে বিদেশে), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক জাবেদ (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ রাহুল এম ইউসুফ (যুগান্তর), দপ্তর ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম সীমান্ত (বাংলাদেশ প্রতিদিন), কার্যকরী সদস্য পদে আবির আব্দুল্লাহ (একুশে টিভি অনলাইন), তারেক আজিজ (ক্যাম্পাস লাইভ) এবং রুদ্র আজাদ (নিউ নেশন)।  

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন জাবিসাস উপদেষ্টা অধ্যাপক বশির আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক আওলাদ হোসেন, সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন।

এর আগে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রক্টর সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, জাবি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, ছাত্র ফ্রন্ট, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি