ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র সভাপতি তানভীর সম্পাদক ফয়েজুল্লাহ  

প্রকাশিত : ১৬:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন) সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের ফয়েজুল্লাহ ভূঁঞা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।    

রবিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে নির্বাচনে সংগঠনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আমানুর রহমান (নয়াদিগন্ত) ও জিল্লুর রহিম আজাদ (কালবেলা), যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল (সংগ্রাম), কোষাধ্যক্ষ এহ্সান জুয়েল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক হোসাইন তারেক (এনটিভি), দফতর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মীম মাহমুদ), বিনোদন সম্পাদক শহীদুল আলম ইমরান (মোহনা টিভি)।

এছাড়া নির্বাহী কমিটির সদস্যগণ হলেন- সোহেল হায়দার চৌধুরী (দৈনিক ডেসটিনি), সেলিম জাহিদ (প্রথম আলো), ইমামুদ্দীন হান্নান (যুগান্তর), আদিত্য আরাফাত (ডিবিসি নিউজ), ইলিয়াস মাহমুদ (জনকন্ঠ) ও সাজেদা সুইটি (এটিএন নিউজ)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য কামাল উদ্দিন সবুজ, কমিশনার ছিলেন মোতাহের হোসেন মাসুম।

এর আগে সংগঠনের বিদায়ী সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজি রফিক, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি এম.আবদুল্লাহ, সংগঠনের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক সেলিম জাহিদ প্রমুখ।

সভা পরিচালনা করেন- যুগ্ম সম্পাদক ফয়েজুল্লাহ ভূঞা।

সভায় ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংগঠনের কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য সাবেক চার নেতা এম. আব্দুল্লাহ, ইকরামুল হক, মোতাহের হোসেন মাসুম ও লোটন একরামকে সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী।

এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি