ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক মামুনুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৪৩, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনের (ইটিভি) সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষে ইটিভি অফিসে এক স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়েও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। 

নড়াইলের লোহাগড়ায় জন্মগ্রহণ করা মামুনুর রশিদ ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা মামুন তখন একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এশিয়ান টিভি ও বাংলাভিশনেও কর্মরত ছিলেন।

আগামীকাল বাদ আসর একুশে টিভির কার্যালয়ে স্বরণ সভা অনুষ্ঠিত হবে এবং সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণ সভায় সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি