ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ সাংবাদিক মামুনুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:০৫, ৩ সেপ্টেম্বর ২০১৯

একুশে টেলিভিশনের (ইটিভি) সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে ইটিভি কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নড়াইলের লোহাগড়ায় জন্মগ্রহণ করা মামুনুর রশিদ ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

মৃত্যুর আগে পর্যন্ত মামুনুর রশিদ একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এশিয়ান টিভি ও বাংলাভিশনে কর্মরত ছিলেন।

আজ বাদ আসর একুশে টিভির কার্যালয়ে তার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

অপরদিকে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি