ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৫, ১ নভেম্বর ২০১৯

জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন, প্রত্যাহারের শেষ দিন ৮ নভেম্বর। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ নভেম্বর। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও কার্যকরী সদস্যসহ নির্বাহী পরিষদের ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন দৈনিক ইত্তেফাক ও বাসস’র স্থানীয় প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু, নির্বাচন কমিশনার নিউজ২৪ ও কালের কন্ঠের স্থানীয় প্রতিনিধি আলমগীর হোসেন চৌধুরী ও ডেইলি ইন্ডিপেন্ডেন্ট’র স্থানীয় প্রতিনিধি নজরুল ইসলাম। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি